সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন
😊 ভালো হেডফোন আমরা সবাই খুজি কিন্তু বাজেটের দিক চিন্তা করে আমরা সব সময় ই চিন্তায় থাকি কোনটা রেখে কোনটা নিবো।
১ম এই বলে রাখি এক একটা ইয়ারফোন এক এক বিশেষত্ত্ব নিয়ে বানানো। তাই প্রতেকটির বিশেষত্ত্ব নিয়ে আমার এই ছোট্ট রিভিউ
.
বাজেট ৩২০?
যদি হয় আপনার বাজেট ৩২০টাকা আর আপনি চাচ্ছেন সব কিছু ব্যালেন্সড সাউন্ড+ট্রেবল+ব
.
বাজেট ৪২০?
যদি হয় আপনার বাজেট ৪২০টাকা আর আপনি চাচ্ছেন এই বাজেটে সব থেকে বেটার বিল্ড কোয়ালিটি+সাউন্ড
.
বাজেট ৪৫০টাকা?
যদি হয় আপনার বাজেট ৪৫০টাকা আর মানুষ আপনি যত্নশীল, তবে আপনার জন্য Remax 610D এর থেকে বেটার কিছু হতে পারে না এই বাজেটে। যেমন তার সাউন্ড, তেমন তার ট্রেবেল+বেস। ক্লিয়ার ভোকালের সাথে প্রতিটি বিট ফিল করতে পারবেন ম্যান
.
বাজেট ৫০০টাকা?
যদি হয় আপনার বাজেট ৫০০ টাকা আর আপনি চাচ্ছেন এই বাজেটে আরো বেটার কিছু খুঁজতে, তবে আপনার জন্য QKZ ব্রান্ডের DM10 হবে বেস্ট চয়েজ। মার্কেটের নতুন সেনসেশন হলেও ইতোমধ্যে তার প্রভাব আমাদের প্রায় সবার মাঝে ছেয়ে ফেলেছে
.
বাজেট ৫৮০টাকা?
হা হা হা, আপনার বাজেট ৫৮০ টাকা আর আপনি আমার মতো ধুম ধারেক্কা/ দুরুম দারাম গান শুনতে যদি ভালোবাসেন, তবে QKZ এর DM7 থেকে ভালো কিছু হতে পারে বলে আমি এখনও ইয়ারফোন কেনার সময় পাই নি। যেমন তার বেস, তেমন তার ট্রেবেল। রক জিরকন লাভার রা সাইডে চাপুন প্লিজ, কারণ নতুন সেনসেশন DM7 এখন বেস লাভারদের কান কাপাচ্ছে
.
আজ এই পর্যন্তুই। ভুল হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন
Dm7 কেনার জন্য অাপনার লেখা পড়ে ইন্সপ্রায়ার হলাম
ReplyDelete