Thursday, November 2, 2017

ভালো হেডফোন খুজছেন সাশ্রয়ী মুল্যে

সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন 😊 ভালো হেডফোন আমরা সবাই খুজি  কিন্তু বাজেটের দিক চিন্তা করে আমরা সব সময় ই চিন্তায় থাকি কোনটা রেখে কোনটা নিবো।


১ম এই বলে রাখি এক একটা ইয়ারফোন এক এক বিশেষত্ত্ব নিয়ে বানানো। তাই প্রতেকটির বিশেষত্ত্ব নিয়ে আমার এই ছোট্ট রিভিউ 😊
.

বাজেট ৩২০? 

যদি হয় আপনার বাজেট ৩২০টাকা আর আপনি চাচ্ছেন সব কিছু ব্যালেন্সড সাউন্ড+ট্রেবল+বিল্ড কোয়ালিটি, আপনার জন্য কথা দিলাম Remax 501 বেটার চয়েজ হবে। যেমন বিল্ড কোয়ালিটি, তেমনি তার লুক আর সাথে সাউন্ড কোয়ালিটিও জোস। বাজেটে এই বাজেটে অনেক ইয়ারফোন আছে তবে মনে হয় না এটার থেকে সব দিক থেকে বেটার কোনটা হবে

.
বাজেট ৪২০? 

যদি হয় আপনার বাজেট ৪২০টাকা আর আপনি চাচ্ছেন এই বাজেটে সব থেকে বেটার বিল্ড কোয়ালিটি+সাউন্ড+লুক,তবে আপনার জন্য Rock Y1 বেস্ট হবে। কথা দিলাম এটা কানে দিয়ে হতাশ হবে না রাবারি ফিনিশিং তাই পেঁচিয়ে যায় কম+ দেখতেও অনেক জোস।ব্রান্ডের নামের সাথে ঠিক-ঠাক তাল মিলিয়ে চলেছে Rock Y1 তবে যারা গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন তাদের জন্য এইটা না নেওয়া বেটার কারণ এটার ইয়ারফোন হেড অনেকটা বার্ড/পাশি খেপ হবার কারণে দেখতে জোস হলেও ঘুমানোর জন্য উপযোগী না কিন্তু বাদ বাকি সব দিক থেকে এইটা বেটার

.
বাজেট ৪৫০টাকা?

যদি হয় আপনার বাজেট ৪৫০টাকা আর মানুষ আপনি যত্নশীল, তবে আপনার জন্য Remax 610D এর থেকে বেটার কিছু হতে পারে না এই বাজেটে। যেমন তার সাউন্ড, তেমন তার ট্রেবেল+বেস। ক্লিয়ার ভোকালের সাথে প্রতিটি বিট ফিল করতে পারবেন ম্যান ফ্লাট ক্যাবল হবার কারণে পেঁচিয়ে যাবে না। তার বক্সের সাথে একটা সুন্দর ইয়ারফোন পাউচ যাবেন। তাছাড়া ইয়ারফোনটি দেখতে বেশ প্রিমিয়ার

.
বাজেট ৫০০টাকা?


যদি হয় আপনার বাজেট ৫০০ টাকা আর আপনি চাচ্ছেন এই বাজেটে আরো বেটার কিছু খুঁজতে, তবে আপনার জন্য QKZ ব্রান্ডের DM10 হবে বেস্ট চয়েজ। মার্কেটের নতুন সেনসেশন হলেও ইতোমধ্যে তার প্রভাব আমাদের প্রায় সবার মাঝে ছেয়ে ফেলেছে কানে দিয়ে যেমনটা প্রিমিয়াম ফিল করবেন, এই বাজেটের অন্য কোন ইয়ারফোনে তা পাবেন না। অসাধারণ লুকের সাথে আছে সুন্দর মিষ্টি সাউন্ড+ভোকাল। সফট গানের প্রতিটি ইনস্ট্রুমেন্ট এর সাউন্ড আপনার কানে যাবে কথা দিচ্ছি বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। সাথে দুরুম-দারাম একটা বাক্স আছে যেটা ইয়ারফোন পাউচ হিসেবে ব্যবহার করতে পারবেন 😁 তবে এই ইয়ারফোনটার লুক দেখে আপনাকে ওয়াও বলতে হতে পারে

.
বাজেট ৫৮০টাকা? 

হা হা হা, আপনার বাজেট ৫৮০ টাকা আর আপনি আমার মতো ধুম ধারেক্কা/ দুরুম দারাম গান শুনতে যদি ভালোবাসেন, তবে QKZ এর DM7 থেকে ভালো কিছু হতে পারে বলে আমি এখনও ইয়ারফোন কেনার সময় পাই নি। যেমন তার বেস, তেমন তার ট্রেবেল। রক জিরকন লাভার রা সাইডে চাপুন প্লিজ, কারণ নতুন সেনসেশন DM7 এখন বেস লাভারদের কান কাপাচ্ছে 😱 অসাধারণ বিল্ড কোয়ালিটি + ইয়ারফোন হেড মেটার হবার কারণে কানে ভালো ফিট হয়। তাছাড়া L শেপের জ্যাকের কারণে ছিড়ে যাবার ভয় অনেক কম। তাই বেস লাভার রা কানে দেন আর চলে যান অন্য দুনিয়াতে।

.
আজ এই পর্যন্তুই। ভুল হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন

1 comment:

  1. Dm7 কেনার জন্য অাপনার লেখা পড়ে ইন্সপ্রায়ার হলাম

    ReplyDelete